শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গীতিকবি মাহমুদ মুরাদ। আকাশ মাহমুদের সুর সংগীত ও কণ্ঠে এই গানের শিরোনাম ‘অন্তর জানে-মন জানে’। ১৩ জুলাই কাঙাল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও উন্মুক্ত হচ্ছে। এর ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটি সম্পর্কে মাহমুদ মুরাদ বলেন, ‘আমার অন্য গানের মতো নতুন এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে। গানের কথার সঙ্গে মিল রেখে দারুণ সুর করেছেন আকাশ মাহমুদ। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবেন না।’
গানটি সম্পর্কে সুরকার ও গায়ক আকাশ মাহমুদ বলেন, ‘গানের কথা দারুণ। মুরাদ ভাই অসাধারণ লিখেছেন। আমি গানটি নিয়ে আশাবাদী।’
গীতিকার মাহমুদ মুরাদ জানান, ‘সব হারাইয়া কাঁদবি শেষে’ ও ‘নাগর’ শিরোনামে আরও দুটি নতুন গান কাঙাল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই রিলিজ হবে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ফোক শিল্পী লায়লা।
মন্তব্য করুন