আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এমডি ইকবাল পরিচালিত সিনেমা রিভেঞ্জ। সিনেমাটি নিয়ে এবার মন্তব্য করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।
তিনি বলেন, ঈদের এক নম্বর ফিল্ম রিভেঞ্জ। সেন্সর বোর্ডের সদস্য ও সিনেমাটি যারা দেখেছেন তাদের তথ্যে রিভেঞ্জ হতে যাচ্ছে সেরা সিনেমা। এই সিনেমার জন্য আমার শুভ কামনা থাকবে। দর্শকরা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। আপনারা হলে গিয়ে সিনেমা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এখন ভালো সিনেমা হচ্ছে। শিল্পীদের আপনারা উৎসাহ দেবেন। আপনাদের ভালোবাসা পেলে প্রযোজক বাঁচবে, হল বাঁচবে, শিল্পী ও কলাকুশলীরা বেকার হবে না।
রিভেঞ্জ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও শবনম বুবলী। জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরকে ভিন্নরূপে এই সিনেমায় দেখা যাবে।
এদিকে ডিপজলের মতো খ্যাতিমান প্রযোজক ও অভিনেতার কাছে মুক্তির আগেই সেরা সিনেমার তকমা পেয়ে উচ্ছ্বসিত ইকবাল। তিনি বলেন, আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। ডিপজল সাহেবের মতো মানুষ আমার সিনেমার প্রশংসা করেছেন। ঈদে রিভেঞ্জ বাজিমাত করবে বলে আমি বিশ্বাস করি।
মন্তব্য করুন