সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অধরা খান। বছরের বেশির ভাগ সময় বিদেশ ভ্রমণে দেখা যায় তাকে। পারিবারিক ব্যবসার কাজেই বিদেশে যেতে হয় তাকে।
ঈদের চতুর্থ দিন খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় এ নায়িকা। দেশে উষ্ণ আবহাওয়া থেকে রেহাই পেতেই কী সিঙ্গাপুরে কোনো এক সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন এ নায়িকা তার কোনো জবাব মেলেনি।
তবে সময়টা তিনি বেশ উপভোগ করছেন তা ছবি দেখে স্পটই বোঝা যাচ্ছে। সম্প্রতি ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন অধরা খান। এতে তার বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল।
জাহিদ হোসেন পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও রুনা খানসহ অনেকে।
অধরা খান অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এই নায়িকার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ ।
মন্তব্য করুন