শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দুই চলচ্চিত্র ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’। তবে একই দিনে দুটি সিনেমার মুক্তির বিষয়ে বেশ বিরক্ত ‘ওপেনহাইমার’ পরিচালক ক্রিস্টোফার নোলান। যদিও নোলান এ বিষয়ে কোনো কথা বলেননি। কোনো অস্বস্তি প্রকাশ করতেও দেখা যায়নি তাকে। তবে ব্যক্তিগত জায়গায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। উল্লিখিত দুটি সিনেমা নিয়েই দর্শক ও ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা রয়েছে। তাই দুটি ছবি একই দিনে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার সিদ্ধান্তে ওয়ার্নার ব্রাদার্সের প্রতি বিরক্ত নোলান। দুটি সিনেমাই ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা।
জানা গেছে, ‘ওপেনহেইমার’-এর কিছুদিন পর ‘বার্বি’ মুক্তি দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু ওয়ার্নার ব্রাদার্স নিজেদের সিদ্ধান্তে অনড়। তাই সিনেমা দুটির মুক্তি নিয়ে স্টুডিও ও চলচ্চিত্র নির্মাতার মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র : হলিউড রিপোর্টার
মন্তব্য করুন