

নতুন বছরের শুরুতেই বড় ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্স। তার মেয়ে ভিক্টোরিয়া জোন্সের আকস্মিক ও রহস্যজনক মৃত্যু হলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর।
হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে ভিক্টোরিয়াকে তার কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি হয়তো অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হোটেল কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এখন পর্যন্ত ভিক্টোরিয়ার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন গণমাধ্যম পিপল ম্যাগাজিন এক অডিও বার্তার বরাতে জানিয়েছে, তার মৃত্যু অতিরিক্ত মাদকসেবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে পুলিশ ও চিকিৎসা বিভাগের পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
ভিক্টোরিয়া জোন্স তার বাবা টমি লি জোন্সের পরিচয়ের বাইরে নিজ পরিচিতি গড়ে তুলেছিলেন। তিনি একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করেছেন। জনপ্রিয় টিভি সিরিজ ওয়ান ট্রি হিল-এ তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।
ভিক্টোরিয়া জোন্স টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের কন্যা। মেয়ের অকালমৃত্যুতে পরিবার ও কাছের মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
মন্তব্য করুন