তামজিদ হোসেন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভালোবাসা, গ্লামার আর চিরস্থায়ী প্রতিশ্রুতির গল্পে মোড়া হলিউডে ২০২৫ সাল যেন লিখে দিয়ে যাচ্ছে এক ভাঙনের ইতিহাস। যেসব তারকা জুটিকে দর্শক বিশ্বাস করেছিলেন সময়ের ঊর্ধ্বে, এ বছর সেই ‘ফরএভার’ সম্পর্কগুলোরই ঘটেছে আলোচিত পরিসমাপ্তি। গুঞ্জন আর আইনি জটিলতায় ভরা ২০২৪ সাল পেরিয়ে ২০২৫ সাল হয়ে উঠল চূড়ান্ত সিদ্ধান্তের বছর। যেখানে একে একে নামল ভালোবাসার পর্দা। নিকোল কিডম্যানের দীর্ঘ দাম্পত্য জীবনের বেদনাবিধুর ইতি থেকে কুইন্টা ব্রানসনের নিভৃতে সরে যাওয়া—সব মিলিয়ে বছর শেষে হলিউডের প্রেমের মানচিত্রে এলো এক আমূল পরিবর্তন। চলুন, ফিরে তাকাই সেইসব বিচ্ছেদের দিকে, যা চমকে দিয়েছে গোটা হলি-প্রেমীদের।

নিকোল কিডম্যান-কিথ আরবান

ভক্তদের হতবাক করে দিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে কিথ আরবানের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন নিকোল কিডম্যান। তবে তাদের দুই কিশোরী কন্যার স্বার্থে বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জেসিকা আলবা-ক্যাশ ওয়ারেন

ক্যাশ ওয়ারেনের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন ও তিন সন্তানের পর এ বছরের গত ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেসিকা। সেসময় এই সিদ্ধান্তটি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিলেও, জেসিকা একে দেখছেন ব্যক্তিগত উন্নয়ন ও নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার একটি সচেতন পছন্দ হিসেবে। তার ভাষ্য অনুযায়ী, নিজের মানসিক সুস্থতা ও আত্মবিকাশে মনোযোগ দেওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ।

তবে বিচ্ছেদ হলেও সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল অবস্থান নিয়েছেন দুজনই। তারা স্পষ্ট জানিয়েছেন, তিন সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতির জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ অভিভাবক হিসেবে কাজ করে যাবেন। ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন হলেও সন্তানদের জীবনে ভালোবাসা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

কুইন্টা ব্রানসন ও কেভিন আনিক

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখলেও ২০২৫ সালের মার্চ মাসে ডিভোর্সের আবেদন করেন ‘অ্যাবট এলিমেন্টারি’ খ্যাত তারকা কুইন্টা ব্রানসন। মার্চ মাসে তিনি ডিভোর্স ফাইল করেন এবং কোনো প্রকার হইচই ছাড়াই সেপ্টেম্বর মাসে তা চূড়ান্ত হয়। কোনো প্রকার বিতর্ক ছাড়াই শান্তিতে বিচ্ছেদের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই তারকা।

হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস

২০২৩ সালে আলাদা হওয়ার ঘোষণা দিলেও দীর্ঘ প্রায় দুই বছর আইনি প্রক্রিয়া চলার পর ২০২৫ সালের মে মাসে হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস এর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন এবং বিপুল সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত জটিলতার কারণেই এই ডিভোর্স প্রক্রিয়া শেষ হতে এতটা সময় লেগেছে।

সিয়া ও ড্যান বার্নার্ড

জনপ্রিয় গায়িকা সিয়া ও ড্যান বার্নার্ডের দুই বছরের সংক্ষিপ্ত দাম্পত্য জীবন শেষ হয়েছে চলতি বছরের মার্চ মাসে। বিচ্ছেদের খবরের পাশাপাশি সিয়া তার শিশুপুত্রের মা হওয়ার খবরটিও সামনে আনেন, যা ভক্তদের কাছে ছিল বড় একটি চমক।

ডেনিস রিচার্ডস ও অ্যারন ফাইপার্স

সব বিচ্ছেদ যে শান্তিপূর্ণ হয় না, তারই উদাহরণ ডেনিস ও অ্যারনের সম্পর্কের অবসান। এ বছরের জুলাইয়ে বিচ্ছেদের আবেদন করার পর থেকেই বিষয়টি রূপ নেয় তিক্ত আইনি লড়াইয়ে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের কারণে চলতি বছরজুড়ে তারা শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর শিরোনামে ছিলেন।

অ্যামি শুমার ও ক্রিস ফিশার চলতি বছরের শেষপ্রান্তে এসে ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা দেন কমেডিয়ান অ্যামি শুমার। দীর্ঘ ৭ বছরের সংসার জীবনের পর তারা একে অপরের বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে অ্যামি জানিয়েছেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত এবং তারা তাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য একত্রে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১০

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১২

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

১৩

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৪

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১৫

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১৬

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

১৭

মনোনয়নপত্র জমা দিলেন আমান

১৮

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

১৯

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন যিনি

২০
X