বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘মায়া’র বিশেষ প্রদর্শনী, হাজির হলেন একঝাঁক তারকা

‘মায়া’র বিশেষ প্রদর্শনী, হাজির হলেন একঝাঁক তারকা
‘মায়া’র বিশেষ প্রদর্শনী, হাজির হলেন একঝাঁক তারকা

দাম্পত্য জীবনে মানুষের নানা টানাপড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভূত মায়ায় মানুষ দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। ‘তুফান’ ছবির সাফল্যের পর নির্মাতা রায়হান রাফীর ওটিটির চমক হচ্ছে এই মায়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম ‘মায়া’। তবে সাদামাটাভাবে মুক্তি পায়নি এটি। সঙ্গে লিলির নিবেদন থাকায় আড়ম্বপূর্ণ প্রিমিয়ার শোয়ের আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে। যে আয়োজন ছিল তারকায় ঠাসা। মায়ার মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফী ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন, ‘এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য, মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কনটেন্ট হিসেবে জায়গা করে নেবে। লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।’

নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে এসে গণমাধ্যমের সামনে রাফী বলেন, ‘এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এম দুজনকে কাস্ট করব যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলব, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনও আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন।’

প্রিমিয়ারে হাজির হয়ে বিদ্যা সিনহা মিম বলেন, যে কন্টেন্টের নির্মাতা রায়হান রাফী সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন নতুন একটা লুকে দেখেছি। আমি প্রথমে ট্রেলার দেখেও ইমন ভাইয়াকে মোবাইল ফোন করে তাকে অন্যরকম লাগছে সেটা জানিয়েছি। সারিকাকেও নতুন রুপে হাজির করা হয়েছে। এই ওয়েব ফিল্মের তিনজন মানুষই আমার খুব কাছের। আর মায়ার টেইলার আমার এত বেশি ভালো লেগেছে যে এর প্রিমিয়ার শো তাই মিস করতে চাইনি। বড় পর্দায় দেখতে চলে এসেছি। ধন্যবাদ লিলিকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।

মায়া দেখার পর দীঘি বলেন, ‘ওয়েব ফিল্মটিতে আমি ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিষ্কার করলাম। এখানে উভয় দারুণ অভিনয় করেছেন। অবশ্য গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দুজনই পাল্লা দিয়ে এতে অভিনয় করেছেন।’

উল্লেখ্য, দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কনটেন্ট ও প্রচারণামূলক ইভেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১২

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৩

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৫

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৭

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

১৮

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

১৯

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

২০
X