কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ’কবিতা ও গানে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমির আয়োজনে ’কবিতা ও গানে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমির আয়োজনে ’কবিতা ও গানে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্টে মাসব্যাপী কমর্সূচি পালন করছে একাডেমি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।

১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কমর্সূচির অংশ হিসেবে বুধবার (১৬ আগস্ট) আয়োজিত হয়েছে ’কবিতা ও গানে বঙ্গবন্ধু’ অনুষ্ঠানমালা।

সন্ধ্যার আয়োজনের শুরুতেই কবিরা সবাই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কথা ও কবিতায় শুরুতেই পরিবেশনা নিয়ে আসেন মঞ্চ সারথি ও কবি আতাউর রহমান। এর পরে কবি আসাদ মান্নান কবিতা পাঠ করেন । কবি সামাদ পাঠ করেন ‘পিতা আজ আমাদের শাপ মুক্তি’। অনুষ্ঠানে কবিতা ও গানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবেশিত হয় ‘আমার পরিচয়’, কবিতায় কোরিওগ্রাফি করে রিদম, নৃত্যপরিচালনা করেন মেহরাব হক তুষার। কবিতা পরিবেশনা ‘রক্তাক্ত সিঁড়ি’ পরিবেশন করেন কবি শ্যাম সুন্দর শিকদার। এ সময় উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ ও কবি মুহাম্মদ নুরুল হুদা।

সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পরে এই কবি সাহিত্যিকরাই তাদের শিল্পচর্চার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করতে সাহায্য করেছিলেন। সাড়ে ৩ বছরে জাতির পিতাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল তা নিয়ে খুব কমই আলোচনা হয়।’ পরে কবিতা পাঠ করেন, মহাপরিচালক।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তামান্না। সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল- ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান’। সকণ্ঠে কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ। আবারও সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ- কবি শামসুর রাহমানের কবিতা- ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’ নৃত্য পরিচালনা করেছেন সাইফুল ইসলাম ইভান।

পরের পরিবেশনায় একক সংগীত, সাজেদ আকবর পরিবেশন করেন রবীন্দ্র সংগীত ‘পথে চলে যেতে যেতে কোথা কোনখানে’, তোমার পরশ আসে কখন কে জানে… একক সংগীত পরিবেশন করেন ইয়াসমিন আলী- ‘মুজিবুর আছে বাংলার ঘরে ঘরে/কে বলে বঙ্গবন্ধু আজ তুমি নাই’ এর পরে সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থা ‘আগুনের পরশমনি ছোঁয়া প্রাণে, তোমার খোলা হাওয় ‘…

কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ ও মুহাম্মদ নুরুল হুদা। কবিতা পাঠ করেন কবি ঝর্ণা রহমান, কবি আসাদুল্লাহ এবং কবি সালাউদ্দিন আহাম্মদ ও কবি রাসেল আশেকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল পরিবেশন করে ’আজ যত যুদ্ধবাজ’ কোরিওগ্রাফি করেছেন মেহরাজ হক তুষার। নৃত্যালেখ্য ‘ক্যানভাসে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ পরিবেশন করে একাডেমির নৃত্যদল । নৃত্য পরিচালনা করেছেন স্নাতা মাহরীন। একক সংগীত পরিবেশন করেন তানিমা মুক্তি গমেজ। সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল- আমি ধন্য হয়েছি আমি পুণ্য হয়েছি, কোরিওগ্রাফি করেছেন আরিফুল ইসলাম অর্ণব। এরপর সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুসংগীত দল- ধন্য মুজিব ধন্য, যত দিন রবে পদ্মা মেঘনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১০

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১১

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১২

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৪

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৫

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৬

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

১৭

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ

১৮

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

১৯

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

২০
X