জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের কণ্ঠে নতুন গান ‘বন্ধু রে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি, সুর ও সংগীত করেছেন এপি শুভ এবং এটি প্রকাশ করেছে এমএম প্রোডাকশন ।
গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফশিতা শবনম। ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে এবং পরিচালনা করেছেন মোহন ইসলাম।
গানটি নিয়ে তানজিব সারোয়ার বলেন, একটু আলাদা ধাঁচের গান আশা করি সবার ভালো লাগবে। রুমি ভাইয়ের লেখায় এটি আমার প্রথম প্রকাশিত গান এবং এপি শুভর মিউজিকে গানটি সবাই পছন্দ করবেন।
গীতিকার মামুন আফনান রুমি বলেন, তানজিব ভাইয়ের জন্য আগেও কাজ করেছি, তবে সেই গান এখনো রিলিজ হয়নি। ‘বন্ধু রে’ আগেই প্রকাশ পেল। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ ধন্যবাদ এমএম প্রোডাকশনের কর্ণধার মামুন ভাইয়াকে।
গানটি এখন ইউটিউবসহ বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
মন্তব্য করুন