গাজা উপত্যকার আল-জায়তুন এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের এক হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর শাফাক নিউজের।
ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। সংঘর্ষে কয়েকজন সেনা নিহত ও আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এই হামলাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেছে।
হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে।
তিনি আরও দাবি করেন, এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা বাড়ছে।
মন্তব্য করুন