

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী এম. এ. মান্নান আর নেই। বুধবার দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর বড় মেয়ে সুরাইয়া মান্নান।
এম. এ. মান্নানের মরদেহ রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠযোদ্ধা হিসেবে এম. এ. মান্নান অনন্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে নজরুলসংগীতে তার নিষ্ঠা, গবেষণা ও পরিবেশনা তাকে এই ধারার একজন বিশেষজ্ঞ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমির নন্দী। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এম. এ. মান্নান ভাই পরপারে চলে গেলেন নিঃশব্দে! অথচ গেল সপ্তাহের প্রতিটি দিন সকাল-বিকেল দুবেলা করে তার সঙ্গে কথা হয়েছে আমার। এ কেমন চলে যাওয়া? কিছুই জানতে পারলাম না! কত খুনসুটি করতাম দুজনে। ছোটভাই হিসেবে অনেক ভালোবাসতেন আমাকে এবং আমার ওপর তিনি আস্থাও রাখতেন।’
তিনি আরও বলেন, ‘কোনো কিছুতে আমাকেই সবার আগে ফোন করতেন। খুব মিস করবো তাকে। তার মতো একজন বিশেষজ্ঞ নজরুলসংগীত শিল্পী হারানোয় সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নজরুলসংগীত চর্চা ও মুক্তিযুদ্ধকালীন সাংস্কৃতিক আন্দোলনে এম. এ. মান্নানের অবদান সংগীতাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার কণ্ঠ, সাধনা ও দেশপ্রেম আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন