

পুরোনো বছরের ক্লান্তি পেছনে ফেলে শুরু হলো নতুন বছর। নতুন ভোর, নতুন সূর্য আর নতুন সম্ভাবনার অপেক্ষায় ২০২৬-কে স্বাগত জানাচ্ছেন সবাই। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানাতে দেখা গেছে দেশের জনপ্রিয় তারকাদের। তাদের বার্তায় উঠে এসেছে ভালোবাসা, ইতিবাচকতা এবং সুন্দর সময়ের স্বপ্ন।
নতুন বছর ঘিরে অনেকের প্রত্যাশায় যেমন রয়েছে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, তেমনি কেউ কেউ চাইছেন নির্মল, শান্ত ও ভালোবাসায় ভরা সময়। তারকাদের ফেসবুক পোস্টগুলোতে স্পষ্ট—২০২৬ যেন সবার জন্য সুখের বার্তা বয়ে আনে।
জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর ভোকাল শারমিন সুলতানা সুমি নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে যোগ করেছেন খানিকটা রসিকতা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন বছরের রেজল্যুশন—কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।’
তার এই পোস্টে হাস্যরসের পাশাপাশি নতুন বছরের প্রতি এক ধরনের আশাবাদও ধরা পড়ে।
অভিনেত্রী কুসুম শিকদার নতুন বছরকে স্বাগত জানিয়ে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।’ সহজ অথচ আন্তরিক এই শুভেচ্ছায় নতুন বছরের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
নতুন বছরের সকালে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।’ এই শুভেচ্ছায় উঠে এসেছে সবার জন্য ভালো সময় কামনার বার্তা। অভিনেত্রী সামিরা খান মাহি নিজের কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। অভিনেত্রী সালহা খানম নাদিয়া একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। এ তালিকায় বিনোদন জগতের আরও অনেক তারকা আছেন যারা নিজেদের ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও।
অন্যদিকে হাতে লাল গোলাপ নিয়ে সামাজিক মাধ্যমে হাজির হয়ে অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ ছোট্ট এই বার্তাতেই প্রকাশ পেয়েছে নতুন বছরের উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি।
নতুন বছরের প্রথম দিনেই তারকাদের এই শুভেচ্ছা ও প্রত্যাশার কথাগুলো যেন সবার মনেই ছড়িয়ে দিয়েছে আশার আলো। শব্দ কম হলেও প্রতিটি বার্তায় ছিল শান্তি, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক আনন্দ, সাফল্য আর সুসময়—এই প্রত্যাশাই যেন ফুটে উঠেছে তারকাদের শুভেচ্ছায়।
মন্তব্য করুন