

ময়মনসিংহের জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম লাঞ্জু জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে জামালপুর শহরের কলেজ মোড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মঞ্জুরুল ইসলামের জন্মদিন থাকায় অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাসায় অবস্থান করেছিলেন। ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম কালবেলাকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঞ্জুরুল ইসলাম লাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। যাচাইবাছাই শেষে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন