ঢাকা মাতাতে আসছেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শিল্পী নিজেই। সম্প্রতি ফেসবুকে তিনি লেখেন— ‘প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার অলোকি অডিটোরিয়ামে, ইউসিবি প্রেজেন্টন অঞ্জন দত্ত ইন মেট্রোপুলিশ-এ। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণ, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’
গত বছরের অক্টোবরেও ঢাকায় এসে গানপ্রেমীদের মুগ্ধ করেছিলেন অঞ্জন দ্ত্ত। কনসার্টির আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার মিলেছে। হাতে টিকিট পাচ্ছেন পর দর্শকরা।
আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তার সঙ্গে গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।আহমেদ হাসান সানি বলেন, ‘অঞ্জন দত্ত একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান আমাকে দারুণভাবে প্রভাবিত করে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’
মন্তব্য করুন