বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেল নির্বাচনী প্রচারের গান ‘নৌকার পালে জয়ের বাতাস’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গানের মাধ্যমে সবার কাছে দেশের উন্নয়ন তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারের জন্য ‘নৌকার পালে জয়ের বাতাস’ নামে গানের মুক্তি ঘোষণা করেছে প্রযোজক প্রতিষ্ঠান ‘সেরা বাংলা’। এর মাধ্যমে নির্বাচনী প্রচারে যুক্ত হলো আরেকটি নতুন গান।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক)-এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ গানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। কণ্ঠ দিয়েছেন, মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিঁথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। সুর ও সংগীতায়োজনে ছিলেন মীর মাসুম। গানটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

গানটির উদ্বোধন ঘোষণা করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের জন্য এমন একটি গান উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানের কথা ও মিউজিক ভিডিও আমার বেশ ভালো লেগেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র উঠে এসেছে। আশা করি, দেশবাসীও গানটি পছন্দ করবে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে নিশ্চয়ই গানটি নতুন মাত্রা যোগ করবে’।

গানটির শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঐতিহাসিকভাবে নির্বাচনী প্রচারের গান একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনী প্রচারকে উৎসবমুখর করতে নির্বাচনী গানের ব্যবহার এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিবারই আওয়ামী লীগের প্রচারে নতুন গান যুক্ত হচ্ছে যার মাধ্যমে সরকারের সাফল্য ও উন্নয়নের কথা ছড়িয়ে পড়ছে সারা দেশে। আমি মনে করি, এ গানটিও নির্বাচনী প্রচারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়বে’।

গানটির প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘নির্বাচনী প্রচারের জন্য অনেক গান হয়েছে। আরও নতুন নতুন হচ্ছে। নৌকার পালে জয়ের বাতাস গানটি নির্বাচনী প্রচারের আরেকটি নতুন সংযোজন। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারের এই গানটি সারা দেশের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করবে। নির্বাচনী প্রচারকে করে তুলবে আরও উৎসবমুখর। মূলত, নির্বাচনী প্রচারে উৎসবের আমেজ আনতেই আমাদের এই গানটি প্রকাশ করা’।

গানটির শিল্পী ও কলাকুশলীরা ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটিকে নিয়ে উচ্ছ্বসিত। তারা মনে করছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X