শহরের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ালেন বিনোদন জগতের বেশকিছু তারকা। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর অসংখ্য গৃহহীন ও পথশিশুদের মাঝে মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করতে দেখা যায় নির্মাতা এস এ হক অলিক, অভিনেত্রী শাহনূর ও শিশু শিল্পী সিমরিন লুবাবাকে। কারওয়ান বাজার এলাকায় ৩০ মার্চ শনিবার পিকআপভ্যানে করে তাদের খাবার বিতরণ করতে দেখা যায়।
এমন একটি উদ্যোগের অংশীদার হতে পেরে নিজেকে সৌভাগ্য বান মনে করা নির্মাতা এস এ হক অলিক জানান, ‘সবসময়ই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করতে পারা আনন্দের এবং দায়িত্বের। তেমনই এক দায়িত্ববোধের স্থান থেকে আজ আমরা কিছু সংখ্যক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। ইনশাআল্লাহ সামনে এমন কাজ আরও করে যেতে চাই।’
খবর বিতরণ শেষে মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফাতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন