ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তিনি। শুক্রবার ২১ জুন পারিবারিক আয়োজনের মাধ্যমে তার বিয়ে সম্পন্ন হয়। যার ছবি সামাজিক যোগযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই অভিনেত্রী। বিয়ের স্ট্যাটাস দিয়ে নিজেই সবাইকে জানিয়ে দেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আলহামদুলিল্লাহ।’ এরপরই শুভেচ্ছা ভরে ওঠে তার মন্তব্য বক্স।
নাদিয়ার স্বামীর নাম সালমান আরাফাত। তিনি নিজেও বিনোদন অঙ্গনে কাজ করেন। নাটক-বিজ্ঞাপনে তাকে নিয়মিত কাজ করতে দেখা যায়। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।
নাদিয়াকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায়। এবারের ঈদেও তার বেশকিছু নাটক প্রকাশ পেয়েছে। এ ছাড়া নিয়মিত বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।
মন্তব্য করুন