জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া বরাবরের মতো এবারের ঈদেও ছিলেন নাটক নিয়ে ব্যস্ত। তার অভিনীত একাধিক নাটক এরই মধ্যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে। নাম ‘জ্ঞানী গনি ২’।
ইমরান ইমনের পরিচালনায় নির্মিত এ নাটকটি মূলত প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্ব হিসেবে নির্মিত হয়েছে। প্রথম পর্বটি বঙ্গর ইউটিউব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
নাটকটি নিয়ে নাদিয়া বলেন, “দর্শকের ভালোবাসার কারণেই ‘জ্ঞানী গনি ২’ এবার প্রকাশ পেতে যাচ্ছে। প্রথম পর্বের ব্যাপক জনপ্রিয়তার পরই দ্বিতীয় পর্বের পরিকল্পনা নেওয়া হয়। আশা করছি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।”
কমেডি ও ড্রামা ঘরানার ‘জ্ঞানী গনি ২’ নাটকে নাদিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আহসানুল হক মিনু, টুম্পা মাহবুব, শাহাদাত শিশির, মাহমুদ আলমসহ আরও অনেকে। নাটকটি প্রকাশ পাবে ২১ জুন, বঙ্গ অ্যাপ ও ইউটিউব প্ল্যাটফর্মে।
মন্তব্য করুন