ভারতীয় নায়ক সুরিয়ার জন্মদিন উদ্যাপনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তার দুই ভক্ত। নিহতরা হলেন—নাক্কা ভেঙ্কটেশ ও পোলোরি সাই। এই দুই তরুণ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
জানা যায়, ব্যানার টাঙানোর সময় একটি ধাতব দণ্ড ওই তরুণদের মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।
আরও পড়ুন : মোশাররফ করিম এবার হুগলির ডন ‘হুব্বা’
জানা যায়, নিহতরা স্থানীয় একটি বেসরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এমন দুর্ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন পোলোরি সাইর বোন অনন্যা। তিনি দাবি করেছেন, পড়াশোনার জন্য অনেক অর্থ নিলেও ছাত্রদের কর্মকাণ্ডের দিকে মোটেই খেয়াল রাখেনি কলেজ কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন