দেব-শুভশ্রী অভিনীত ‘ধুমকেতু’ সিনেমাটি দীর্ঘ ১০ বছর পর শুক্রবার ১৪ (আগস্ট) মুক্তি পায় কলকাতায়। তবে মুক্তির আগে থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। অগ্রিম টিকিট বুকিং থেকে শুরু করে মুক্তির পর থেকে দর্শকের উপচেপড়া ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে হল কর্তৃপক্ষকে। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা। এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন ভারতের প্রযোজক রানা সরকার।
রানা সরকারের স্ট্যাটাস। ছবি : সংগৃহীত
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লিখেছেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’
নিজের এই আবেদনের পাশাপাশি তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’
‘ধূমকেতু’ ছবিতে দেব-শুভশ্রী। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত জীবনে প্রেম ও বিচ্ছেদের কারণে দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয় । এরপর তারা একসঙ্গে উপহার দেন ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো সুপারহিট ছবি।
কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয়ের সূচনা করে ভারতীয় বাংলা সিনেমায় অনন্য এক রেকর্ড গড়েছে।
দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।
মন্তব্য করুন