কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রামমন্দির নির্মাণে কোন তারকা কত টাকা দিলেন

রামমন্দির। ছবি : সংগৃহীত
রামমন্দির। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এই মন্দিরের উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয় বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। খবর হিন্দুস্তান টাইমস ও পিঙ্কভিলার।

১৮শ কোটি টাকার বেশি খরচ করে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় তৈরি করা হয়েছে রামচন্দ্রের মন্দির। অনেকেই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মন্দির নির্মাণে। এ তালিকায় শোবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন।

খবরে বলা হয়, প্রায় আট হাজার মানুষের উপস্থিতিতে এ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ভারতের সরকারি দলের বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউড অভিনেতা-অভিনেত্রী এবং ক্রীড়া ব্যক্তিত্বরা।

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও এ মন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে এক টুইটে এ তথ্য জানান তিনি। অক্ষয় লিখেন, ‘এটি খুবই আনন্দের খবর, অযোধ্যায় রামমন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। এখন আমাদের অংশগ্রহণ করার সময়। আমি অংশ নিয়েছি। আশা করছি, আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন।’ তবে মন্দির নির্মাণের জন্য কত টাকা দিয়েছেন, তা প্রকাশ করেননি অক্ষয়।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। মন্দিরটি নির্মাণের জন্য তিনি ৩০ লাখ রুপি অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

রামমন্দির নির্মাণের জন্য অনুপম খেরও অর্থ দিয়েছেন। ২০২৩ সালের ২ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে রামমন্দির নির্মাণের দৃশ্য দেখা যায়। এর ক্যাপশনে তিনি লিখেন, ‘অযোধ্যায় তৈরি হওয়া ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের ঝলক দেখতে পাচ্ছি। রামমন্দির নির্মাণে প্রতিটি ভক্ত মগ্ন। আমি খুবই ভাগ্যবান, আমার অনুরোধে মন্দিরের পক্ষ থেকে একটি ইট উপহার পেয়েছি। আমি আশীর্বাদপুষ্ট।’ তিনিও প্রকাশ করেননি ঠিক কত টাকা দান করেছেন।

মোটা অঙ্কের অর্থ দান করেছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী হেমা মালিনি।

অভিনেতা মুকেশ খান্না জানান, মন্দির নির্মাণের জন্য ১ লাখ ১১ হাজার ১১১ রুপির একটি চেক হস্তান্তর করেছেন তিনি।

২০২১ সালের ১২ জানুয়ারি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রণীতা সুভাষ টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাম মন্দিরের জন্য অর্থ দানের কথা জানান। এই অভিনেত্রী জানান, ‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের অভিযাত্রায় ১ লাখ রুপি দিয়ে আমার ছোট্ট অংশগ্রহণ। আমি সবাইকে অনুরোধ করব, ঐতিহাসিক এ মুভমেন্টে যুক্ত হওয়ার।’

তবে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধী দলের অনেক নেতা যাননি। এদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে যাননি বলিউডের নামকরা তিন জনপ্রিয় অভিনেতা। তারা হলেন- শাহরুখ খান, আমির খান ও সালমান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

শিক্ষকের গলায় সাবেক ছাত্রীর ছুরিকাঘাত

ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের ১৮ কোটি জনগণ : মীর হেলাল

যমুনায় নৌবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু

১০

শিশুদের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের আশা

১১

কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া

১২

‘ভুল করে’ কারাগার থেকে মুক্তি দেওয়া আসামিকে খুঁজছে পুলিশ

১৩

প্রমাণ না পাওয়ায় মালয়েশিয়ায় মানব পাচার মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল 

১৪

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআইয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৫

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ, ঘটতে পারে যেসব বিপদ

১৬

সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার, আটক ২

১৭

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে 

১৯

২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

২০
X