কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রামমন্দির নির্মাণে কোন তারকা কত টাকা দিলেন

রামমন্দির। ছবি : সংগৃহীত
রামমন্দির। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এই মন্দিরের উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয় বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। খবর হিন্দুস্তান টাইমস ও পিঙ্কভিলার।

১৮শ কোটি টাকার বেশি খরচ করে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় তৈরি করা হয়েছে রামচন্দ্রের মন্দির। অনেকেই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মন্দির নির্মাণে। এ তালিকায় শোবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন।

খবরে বলা হয়, প্রায় আট হাজার মানুষের উপস্থিতিতে এ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ভারতের সরকারি দলের বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউড অভিনেতা-অভিনেত্রী এবং ক্রীড়া ব্যক্তিত্বরা।

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও এ মন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে এক টুইটে এ তথ্য জানান তিনি। অক্ষয় লিখেন, ‘এটি খুবই আনন্দের খবর, অযোধ্যায় রামমন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। এখন আমাদের অংশগ্রহণ করার সময়। আমি অংশ নিয়েছি। আশা করছি, আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন।’ তবে মন্দির নির্মাণের জন্য কত টাকা দিয়েছেন, তা প্রকাশ করেননি অক্ষয়।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। মন্দিরটি নির্মাণের জন্য তিনি ৩০ লাখ রুপি অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

রামমন্দির নির্মাণের জন্য অনুপম খেরও অর্থ দিয়েছেন। ২০২৩ সালের ২ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে রামমন্দির নির্মাণের দৃশ্য দেখা যায়। এর ক্যাপশনে তিনি লিখেন, ‘অযোধ্যায় তৈরি হওয়া ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের ঝলক দেখতে পাচ্ছি। রামমন্দির নির্মাণে প্রতিটি ভক্ত মগ্ন। আমি খুবই ভাগ্যবান, আমার অনুরোধে মন্দিরের পক্ষ থেকে একটি ইট উপহার পেয়েছি। আমি আশীর্বাদপুষ্ট।’ তিনিও প্রকাশ করেননি ঠিক কত টাকা দান করেছেন।

মোটা অঙ্কের অর্থ দান করেছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী হেমা মালিনি।

অভিনেতা মুকেশ খান্না জানান, মন্দির নির্মাণের জন্য ১ লাখ ১১ হাজার ১১১ রুপির একটি চেক হস্তান্তর করেছেন তিনি।

২০২১ সালের ১২ জানুয়ারি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রণীতা সুভাষ টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাম মন্দিরের জন্য অর্থ দানের কথা জানান। এই অভিনেত্রী জানান, ‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের অভিযাত্রায় ১ লাখ রুপি দিয়ে আমার ছোট্ট অংশগ্রহণ। আমি সবাইকে অনুরোধ করব, ঐতিহাসিক এ মুভমেন্টে যুক্ত হওয়ার।’

তবে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধী দলের অনেক নেতা যাননি। এদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে যাননি বলিউডের নামকরা তিন জনপ্রিয় অভিনেতা। তারা হলেন- শাহরুখ খান, আমির খান ও সালমান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১০

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১১

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১২

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৩

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৪

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৫

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৬

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৭

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৮

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৯

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

২০
X