কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ডেঙ্গু

আক্রান্তের রেকর্ডের দিন মৃত্যু ২০০ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো রোগী। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২০১ জন। একই সময়ে আরও ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৪ জুলাই) একদিনে দুই হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হন এবং ১৯ জুলাই সর্বোচ্চ মৃত্যু হয় ১৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন ঢাকা সিটির এবং দুজন ঢাকার বাইরের। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যাওয়াদের মধ্যে ১৬২ জন ঢাকা সিটি এবং ৩৯ জন ঢাকা সিটির বাইরে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি ২ হাজার ৪১৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬২ জন। ঢাকার বাইরে ১ হাজার ২৫৬ জন।

এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৯২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৮১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন। আর ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন।

এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৫৪১ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ১৯ জন।

এদিকে মৃত্যুর জন্য বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গু হেমোরোজিক ফেবার ও শক সিনড্রোমকে দায়ী করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। তবে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করায় মৃত্যু বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী মানবিক ফাউন্ডেশন

শবেমেরাজের ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ১২ শিক্ষা

‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে : অর্থ উপদেষ্টা

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন : নূরুল কবীর

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু

চীনা-কানাডিয়ান সম্পর্ক নতুন মোড়ে, শুল্কে ছাড় ঘোষণা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

১০

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

১১

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

১২

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

১৩

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

১৪

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

১৫

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

১৬

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

১৮

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

১৯

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

২০
X