কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

স্তন ক্যানসার নিয়ে চিকিৎসকের চমকপ্রদ তথ্য

ক্যান্সার সচেতনতা ও সৌদির এক চিকিৎসক। ছবি : সংগৃহীত
ক্যান্সার সচেতনতা ও সৌদির এক চিকিৎসক। ছবি : সংগৃহীত

স্তন ক্যানসার নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন ড. সেলওয়া আল-হাজ্জা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে তিনি এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা কয়েক মিনিটেই স্তন ক্যান্সার শনাক্ত করতে সক্ষম।

সোমবার (২৭ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড. সেলওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তার প্রতিষ্ঠিত হেলথ টেক স্টার্টআপ এসডিএম ‘সামিয়া’ (এসএএমআইএ–সৌদি অটোমেটেড ম্যামোগ্রাম ইমেজ অ্যানালাইসিস) নামের একটি স্মার্ট সিস্টেম তৈরি করেছে। এটি মাত্র কয়েক মিনিটেই রোগীর স্তন ক্যান্সারের ঝুঁকি নির্ণয় করতে পারে।

আরব নিউজ জানিয়েছে, সামিয়া চালুর জন্য অক্টোবর মাসকে বেছে নেওয়া হয়েছে। কারণ এই মাসটি বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়।

ড. আল-হাজ্জা বলেন, যখন একজন নারী ম্যামোগ্রাম করান, সাধারণত তাকে কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত মানসিক চাপের। কিন্তু সামিয়ার মাধ্যমে রিপোর্ট পাওয়া যায় মিনিটের মধ্যেই—কখনো কখনো এক মিনিটেরও কম সময়ে।

ম্যামোগ্রাম নেওয়ার পর সেটি সরাসরি ক্লাউডে পাঠানো হয়, যেখানে সামিয়া স্বয়ংক্রিয়ভাবে ছবিটি বিশ্লেষণ করে ক্যান্সারের সম্ভাব্য অংশগুলো চিহ্নিত ও গ্রেড করে। ফলে চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

সৌদি আরবের কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ড. ওমর ইস্কান্দারানি বলেন, এআই ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে। এটি চিকিৎসার পরিকল্পনা ও নির্ভুলতা বাড়াচ্ছে এবং রোগীভিত্তিক চিকিৎসাকে আরও কার্যকর করছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে রোগ নিরাময়ের হার ৯৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং চিকিৎসা ব্যয় ২০-৩০ শতাংশ কমানো সম্ভব।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ৫০ শতাংশেরও বেশি স্তন ক্যান্সার রোগী দেরিতে শনাক্ত হন, যেখানে উন্নত দেশগুলোতে এই হার মাত্র ২০ শতাংশ। দেরিতে শনাক্ত হওয়ার কারণে মৃত্যু হার বেশি এবং চিকিৎসা ব্যয়ও বহুগুণ বেড়ে যায়।

ড. সেলওয়া জানান, অন্যান্য এআই ম্যামোগ্রাম প্রযুক্তিগুলো বিদেশে তৈরি, যা সৌদি রোগীদের ওপর পরীক্ষিত নয়। কিন্তু সামিয়া স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এছাড়া এটি ২৫ হাজার সৌদি রোগীর ম্যামোগ্রাম ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে, ফলে এটি আরও নির্ভুল ফলাফল দিতে সক্ষম।

তিনি বলেন, এআই কখনও চিকিৎসকের বিকল্প নয়, বরং এটি তাদের কাজকে আরও দ্রুত ও দক্ষ করে তুলবে। চিকিৎসকরা একই সময়ে বেশি রোগী দেখতে পারবেন, যা স্বাস্থ্যসেবার মান উন্নত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১০

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১১

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১২

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৩

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৪

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৫

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৬

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৭

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৮

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৯

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

২০
X