জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের ডিউটি ছেড়ে ক্লিনিকে গেলেই শাস্তি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। ছবি : কালবেলা
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। ছবি : কালবেলা

চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালন শেষ না করে ক্লিনিকে গিয়ে রোগী দেখেন কোনো কোনো চিকিৎসক। এটা করবেন না, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। চিকিৎসকরা অনেক আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে থাকেন। দু-একজন ব্যতিক্রম চিকিৎসকের জন্য চিকিৎসক সমাজের বদনাম হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্সকে রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক বাড়াতে হবে, তা না করে শুধু মেডিকেল কলেজ খুললে হবে না। মেডিকেল কলেজের জন্য কিছু বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যারা পড়াতে পারবে। চিকিৎসক-নার্সদের পড়াশোনা করার জন্য হাসপাতালে লাইব্রেরি গড়ে তুলতে হবে।

শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, সরকার চিকিৎসক ও রোগীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা আইন করতে যাচ্ছে, তা নিয়ে কাজ করছে। ঈদের পরে ঝটিকা অভিযানে নামা হবে। যেখানে অনিয়ম, অব্যবস্থাপনা ও ক্রটি পাওয়া যাবে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি জয়পুরহাট নাসিং ইন্সটিটিউটকে নাসিং কলেজ কারার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন, ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক নার্স ও কর্মচারীসহ জনবল নিয়োগের দাবি জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১১

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১২

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৬

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৭

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৮

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

২০
X