নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৮টি ক্যাটাগরিতে মোট ৫৮৫টি শূন্যপদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনে যোগ্য সকল নাগরিক এতে আবেদন করতে পারবে।
সংস্থার নাম : কারিগরি শিক্ষা অধিদপ্তর।
জব ক্যাটাগরি : সরকারি।
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪।
মোট সংখ্যা : ০১টি চলমান।
পদের ক্যাটাগরি : ১৮টি।
মোট সংখ্যা : ৫৮৫ জন।
আবেদনের বয়স : ৩১ মার্চে ২০২৪ হিসাব করে ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম, এসএসসি, এইচএসসি এবং অনার্স/মাস্টার্স পাস হতে হবে।
অভিজ্ঞতা: পদ ভেদে লাগবে আবার লাগবে না।
আবেদনের জেলা : সব জেলা।
মাসিক বেতন : ৮,২৫০–২৬,৫৯০/- টাকা। আবেদন ফরম জমা দেওয়ার পদ্ধতি অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের জন্য ফি : ১১২/- ও ২২৩/- টাকা।
আবেদন শুরু : ০১ এপ্রিল ২০২৪।
আবেদন শেষ : ২১ এপ্রিল ২০২৪।
আবেদনের ওয়েবসাইট : http://dte.teletalk.com.bd/
কর্তৃপক্ষের ওয়েবসাইট : https://techedu.gov.bd/
মন্তব্য করুন