কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোস্টগার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৬ জন বেসামরিক জনবল নিয়োগ দিবে। প্রার্থীদের ৫ আগস্ট বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন : এইচএসসি পাসে ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

পদের নাম : ড্রাফটসম্যান (গ্রেড-২) পদ সংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

পদের নাম : ইউডিএ/কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : দুটি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম : ধর্মীয় শিক্ষক পদ সংখ্যা : ৫টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ওপর অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ বা কারিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ৪টি শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এ ছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : অটোমেকানিক পদ সংখ্যা : ৩টি শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এক বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : ড্রাইভার পদ সংখ্যা : ৩টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন। বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা : দুটি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি সম্পন্ন। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম : স্টোর কিপার পদ সংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

জেলা কোটা : উপরের ৯টি পদে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, মেহেরপুর, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম, যশোর, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

তবে সব জেলা থেকে এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : ফটোকপি অপারেটর পদ সংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালোনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম : অফিস সহায়ক পদ সংখ্যা : ৩টি শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল : ৮,২৫০-২০,১০ টাকা (গ্রেড-২০)

জেলা কোটা : এই দুটি পদের জন্য কিছু জেলার প্রার্থীরা আবেদন করেতে পারবেন না। জেলাগুলো হলো-নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, সুনামগঞ্জ।

তবে এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন।

বয়সসীমা : প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচচ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৭ -০৭- ২০২৩, সকাল ১০:০০টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৫-০৮-২০২৩, বিকেল ০৫টা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা http://bcg.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

আবেদন ফি : যে কোনো টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের (গ্রেড : ১৩-১৬) জন্য জনপ্রতি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ অফেরতযোগ্য মোট ২২৩/- এবং প্রতিটি পদের (গ্রেড : ১৭-২০) জন্য জনপ্রতি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- টাকা জমা দিতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যার সম্মুখীন হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে ১২১-এ কল করুন। এ ছাড়া [email protected] এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। তাছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk- এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১০

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১১

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১২

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৩

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৪

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৫

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৬

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৭

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৮

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

১৯

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

২০
X