কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কে পুরুষরা যে ১০ জিনিস চান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরুষদের ছোটবেলা থেকেই শেখানো হয়—অনুভূতি দেখানো দুর্বলতা, মন খুলে কথা বলা ঠিক নয়। কিন্তু সত্যি হলো, অন্য সবার মতো তাদেরও কিছু চাওয়া-পাওয়া থাকে, বিশেষ করে সম্পর্কে। অনেক সময় পুরুষরা এসব কথা বলতে পারেন না, তাই তারা আসলে কী চান—সেটা সহজভাবে বলা দরকার।

একজন পুরুষ সম্পর্কে সবচেয়ে আগে খোঁজে স্থিরতা আর নিরাপত্তার অনুভূতি। তিনি চান যে, তার সঙ্গী তাকে স্বাভাবিকভাবে বিশ্বাস করুক এবং তার উপস্থিতিতে যেন স্বস্তি অনুভব করে। অনেক পুরুষ মনে করেন—ভালোবাসা যেন অর্জন করতে হয়। তাই যখন তিনি আপনাকে খুশি করার জন্য চেষ্টা করেন, তখন আপনার সামান্য স্বীকৃতিও তাকে অসাধারণ শক্তি দেয়।

সম্পর্কে পুরুষরা চান তাদের সঙ্গী যেন তার টিমমেট হয়ে ওঠেন। জীবনের ব্যস্ততা—কাজ, দায়িত্ব, চাপের মধ্যে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এমন এক সঙ্গী যদি পাশে থাকে, যিনি বোঝেন, একই লক্ষ্যে পাশে দাঁড়ান, তাহলে সেই সম্পর্ক সত্যিকারের ভরসার জায়গা হয়ে ওঠে। ভুল মানুষের সঙ্গে থাকলে যতটা একা লাগে, সিঙ্গেল থাকলেও ততটা লাগে না—পুরুষদের ক্ষেত্রেও এটি সত্য।

জীবনের প্রতিটি পদক্ষেপে পুরুষরাও সমর্থন চান। তারা যদি নিজের উন্নতির জন্য কিছু করেন— হোক সেটা কাজ, পড়াশোনা, ফিটনেস বা ব্যক্তিগত উন্নতি—আপনি পাশে দাঁড়ালে তারা আরও অনুপ্রাণিত হন। একজন ভালো পুরুষ অবশ্যই আপনাকেও আপনার স্বপ্নের পথে একইভাবে সমর্থন করে।

একটি সম্পর্কে হাসি খুব গুরুত্বপূর্ণ, আর পুরুষরাও এটি গভীরভাবে উপভোগ করেন। যারা একসঙ্গে হাসতে পারেন, মজা করতে পারেন, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান, তবে তাদের সম্পর্ক অনেক সময় আরও শক্ত হয়। জীবনের চাপের মাঝে হাসি বড় আশীর্বাদ, আর একজন পুরুষ চান তার সঙ্গীর সঙ্গে সেই হালকা মুহূর্তগুলো ভাগ করে নিতে।

পুরুষরা প্রায়ই অনুভব করতে চান, তারা আপনার জীবনে দরকারি। সত্যি হলো, নারীরা সবকিছু নিজেই সামলাতে পারেন। তারপরও পুরুষদের মনে থাকে একটি নীরব ইচ্ছা, যেন তারা আপনাকে সাহায্য করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন। তাকে সেই ছোট ছোট কাজ করার সুযোগ দিলে তিনি নিজেকে মূল্যবান মনে করেন।

ঘনিষ্ঠতা পুরুষদের কাছে শুধু শারীরিক নয়, এটি আবেগের ব্যাপারও। হাত ধরা, আলতো আলিঙ্গন, একসঙ্গে শান্তভাবে বসে থাকা, নিজের কথা খুলে বলার সুযোগ পাওয়া—এসব তার কাছে অত্যন্ত মূল্যবান। ভালোবাসা ও আবেগ থাকলে সবকিছু আরও সুন্দর হয়ে ওঠে।

পুরুষরা দিতে ভালোবাসেন। ভালো পুরুষরা নিজের যত্ন, সময় এবং মনোযোগ দিতে পেরে খুশি হন। তাদের মনে হয়—আপনার সুখই তার সন্তুষ্টি। এটি কোনো বাধ্যবাধকতা নয়, বরং আন্তরিক ইচ্ছা থেকে আসা ভালোবাসা।

একজন পুরুষ চান তার সঙ্গী তার জন্য গর্ব অনুভব করুন। নিজের মানুষ যদি তাকে গর্বের চোখে দেখেন, সেটা তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজনই একে অপরের গুণ ও সফলতাকে সম্মান করেন।

এমনকি সামান্য কিছু প্রশংসাও পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি যদি আপনাকে খুশি করার চেষ্টা করেন, আপনার যত্ন নেন, কোনো কাজ করেন—আপনি সেটা লক্ষ্য করছেন এবং মূল্য দিচ্ছেন—এটা জানানো খুব জরুরি। কেউ যদি মনে করেন তার চেষ্টার মূল্য কেউ বোঝে না, সে ধীরে ধীরে দূরে সরে যায়। ছোট একটি ধন্যবাদ, একটি হাসি—এই ছোট জিনিসগুলোর মাঝেই থাকে বড় তাৎপর্য।

সবশেষে, একজন পুরুষ চান তার সঙ্গীর কাছে নিজেকে পুরোপুরি গ্রহণযোগ্য মনে করতে। সমাজ পুরুষদের ওপরও চাপ ফেলে—আয়, শরীর, উচ্চতা, ক্ষমতা—সবকিছু নিয়ে তারা নিজের সঙ্গে লড়াই করে। সম্পর্কে তারা চান এমন একটি জায়গা, যেখানে তাকে বিচার করা হবে না। এমন কাউকে যদি পাশে পান, যার সামনে তিনি নিজের আসল রূপে থাকতে পারেন—সেই সম্পর্কই তাকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়।

ভালো পুরুষ পাওয়া হয়তো সহজ নয়। কিন্তু যখন একজন সত্যিকারের ভালো মানুষকে পাশে পান—তাকে বোঝা, মূল্য দেওয়া এবং ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র : Medium

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মগবাজারে বহুতল ভবনে আগুন

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

১০

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১১

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১২

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

১৫

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

১৬

৭ ভূমিকম্পে কাঁপছে দেশ, কী চলছে মাটির নিচে

১৭

রামেকে দেশের প্রথম সাপে কাটা ওয়ার্ড চালু, এক মাসে মৃত্যু শূন্য

১৮

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে 

১৯

ভূমিকম্পের বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

২০
X