কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮৩৮ - ভারতে বহুল প্রচারিত ইংরাজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ - মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৯২৮ - তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করা হয়। ১৯৫৭ – লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়। ১৯৭০ - ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ। ১৯৭৫ - বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়। ২০২০ - ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
১৮৬৬ - দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার। ১৮৯৭ - আবুল কালাম শামসুদ্দীন, বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিবিদ। ১৯১৯ - অরবিন্দ পোদ্দার, বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক। ১৯৩৩ - অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ। ১৯৩৪ - রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা। ১৯৪০ - সনি রোডস, মার্কিন গায়ক ও গিটার। ১৯৪৫ - গার্ড ম্যুলার, সাবেক পশ্চিম জার্মান ফুটবলার। ১৯৬৪ - পাপরিকা স্টেন, ডেনিশ অভিনেত্রী, গায়ক ও পরিচালক। ১৯৭৩ - মৌসুমী, বাংলাদেশি অভিনেত্রী। ১৯৭৪ - সোনালী কুলকার্নি, ভারতীয় অভিনেত্রী। ১৯৮৭ - গেমমা ওয়ার্ড, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী। ১৯৮৯ - শুভশ্রী গাঙ্গুলী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৫ - কেন্ডাল জেনার, মার্কিন মডেল ও অভিনেত্রী।
মৃত্যু
১৯৫৪ - আঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৭৫ - তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ। মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। ১৯৭৭ - মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর। ১৯৯০ - ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী। ১৯৯১ - বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। ১৯৯৯ - ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা। ২০০৬ - মারি রুডিসিল্, মার্কিন লেখক। ২০০৯ - আর্চি বাইরড, স্কটিশ ফুটবলার, সাংবাদিক ও শিক্ষাবিদ। ২০১৪ - গর্ডন টুলক, মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
মন্তব্য করুন