একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত ঘটনা রয়েছে।
বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ বৃহস্পতিবার (২৯ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মসহ গুরুত্বপূর্ণ আরও কিছু…
ঘটনাবলি
১৬১৩ - শেকসপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়। ১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন। ১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস। ১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়। ১৯১৩ - নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান। ১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়। ১৯৪৬ - বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা। ১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ। ১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে। ১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়। জন্ম
১৮৬৪ - স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ। ১৯২৫ - একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস। ১৯৩৮ - বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়। ১৯৪৫ - শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস। ১৯৮৬ - রোমানীয় গায়ক ও ডিজে অ্যাডওয়ার্ড মায়া। ১৯৮৮ - আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা। ১৯৯৪ - মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।
মন্তব্য করুন