কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না : ডিবি হারুন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। পুরোনো ছবি
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। পুরোনো ছবি

শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশজুড়ে যারা নাশকতা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। তিনি বলেন, নাশকতাকারীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। যারা এসব নাশকতার সঙ্গে যুক্ত নয়, তাদের কাউকে কোনো ধরনের হয়রানি করা হবে না। কিন্তু যারা এসবের সঙ্গে যুক্ত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে দেড়শজনের মতো গ্রেপ্তার করা হয়ছে। যারা নির্দেশ দিয়েছে, যারা মাঠে কাজ করেছে, তাদের সবার তথ্য আমাদের কাছে আছে। কেউ যদি মনে করে পার পেয়ে যাবে, তাহলে সেটি ভুল।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, কিছু অনুপ্রবেশকারী কোটা আন্দোলন পুঁজি করে বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে। সে লক্ষ্যে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে বিএনপি, বিএনপির অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের একটি গ্রুপ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালায়। তারা বিটিভি ভবন, সেতু ভবন, ডাটা সেন্টার, মেট্রোরেল, পুলিশের ট্রাফিক বক্স, থানায় এবং পুলিশকে টার্গেট করে তাদের ওপর হামলা করে, পুলিশ সদস্যদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই—পুলিশের মনোবল ভেঙে দেওয়া।

তিনি বলেন, গ্রেপ্তার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মোবাইল ফোন, মেসেজ এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে আমরা পেয়েছি, লন্ডনে থাকা তারেক রহমান ও বিএনপি-জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের নির্দেশে তারা এই ধ্বংসলীলা চালায়। তারা কেউ নির্দেশ দিয়েছে, কেউ মাঠে কাজ করেছে, কেউ অর্থ দিয়েছে, গুলি দিয়েছে, গান পাউডার দিয়েছে। যারা এসব করেছে, তাদের অনেকের নাম এবং মোবাইল নম্বর আমরা পেয়েছি।

ডিবিপ্রধান বলেন, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু, সাইফুল ইসলাম নীরব, আমিনুল হক, রবিউল ইসলাম নয়নসহ অসংখ্য নেতা এসব নাশকতার নেতৃত্ব দেন। তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। তাদের মোবাইল নিয়ে মেসেজ চেক করেছি। সেখানে এই সহিংসতার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিংকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি বিএনপির দপ্তরের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে তারেক রহমানের সরাসরি যোগাযোগ ছিল। তিনিই তারেকের নির্দেশনা অন্য নেতাদের কাছে পৌঁছে দিতেন। এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মো. সামিউল হককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছি। তারা কীভাবে নাশকতার ঘটনায় টাকা দিয়েছে এবং কীভাবে নির্দেশনা দিয়েছে, সে তথ্য পেয়েছি।

ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার সম্পদ নষ্ট করছে, তারা এই দেশের উন্নয়ন চায় না। ১৯৭১ সালে রাজাকার-হানাদার বাহিনীর মতো কায়দায় তারা পুলিশের ওপর হামলা করে মনোবল ভেঙে দিতে চেয়েছিল। যারা নাশকতা চালিয়েছে, তারা দুর্বৃত্ত বলে উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জাঁকজমকপূর্ণভাবে জুলাই উইমেন্স ডে উদযাপন

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১০

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

১১

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

১২

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

১৩

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

১৫

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

১৬

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

১৭

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরপূর্তি

১৮

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন

১৯

ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনা / নিহত ৬ জনের প্রত্যেককে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট

২০
X