কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত 

কারফিউ চলাকালীন পথচারীদের তল্লাশি করেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : পুরোনো
কারফিউ চলাকালীন পথচারীদের তল্লাশি করেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : পুরোনো

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকাসহ চার জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠক করেন।

এ ছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

এর আগে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দেশজুড়ে সংঘাত-সহিংসতা হয়। এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তাসহ ১৫০ জন নিহত হয়েছেন। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা : তথ‍্যপ্রযুক্তি লেখক রাহিতুল

আ.লীগের সময়ে পাচারের ২.৫ লাখ কোটি টাকার সন্ধান মিলেছে

বন্দি-বিনিময় চুক্তির আওতায় পিকে হালদারকে ফেরাবে দুদক : মহাপরিচালক 

নাম্বার ওয়ান ওয়ালটন ব্র্যান্ডের এসিতে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়

ঈদুল আজহায় তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট-২’

পরকীয়ার জেরে ১০ টুকরো করে হত্যা, দেবর-ভাবির মৃত্যুদণ্ড

পরিবহন মাফিয়ারা দুদককে আমার বিরুদ্ধে ব্যবহার করছে : মোজাম্মেল 

‘দ্রুত নির্বাচনের রোডম্যাপই পারে রাজনৈতিক সংকট দূর করতে’

জোভান-তটিনীর নাটকের আইটেম গানে টয়া!

ফারুককে জোরপূর্বক সরালে নিষিদ্ধ হবে বিসিবি!

১০

অন্তর্বর্তী সরকার আদালত অবমাননা করছে : ইশরাক

১১

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের

১২

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ, বিপাকে লাখো শিক্ষার্থী

১৩

দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন : তাসনিম জারা

১৪

ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ পরামর্শ

১৫

দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে ভারতের পুশইন

১৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাটল রাবি শিক্ষার্থীর

১৭

জোয়ারের পানিতে ডুবে ১ জনের মৃত্যু

১৮

উপকূলে ৪ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

১৯

তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি জাতীয় সংকট : যুবদল সভাপতি

২০
X