বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির কর্মসূচিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এদিন রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, বনশ্রী-আফতাবনগর এলাকা আন্দোলনকারীদের দখলে রয়েছে।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ এই এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব এলাকার প্রধান সড়ক দখল করে বিক্ষোভ করছে।
শত শত শিক্ষার্থী জড়ো হয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এসব এলাকায় ক্ষমতাসীন দলের কাউকে দেখা যায়নি।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও রয়েছে। শিক্ষার্থীর হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে পরবর্তীতে শহীদ মিনারে গিয়ে সংহতি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে, আন্দোলন ঘিরে এসব এলাকায় কোনো সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বেলা ১১টা থেকে গুচ্ছগুচ্ছ মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
মন্তব্য করুন