কোটা আন্দোলনকে ঘিরে অসহযোগ কর্মসূচি ঘিরে করে রাজধানীতে মোড়ে গণজমায়েত করেছে আওয়ামী লীগ। সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের। এলাকার অলিগলিতে মিছিল করতেও দেখা গেছে।
রোববার (০৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নেয়। এ ছাড়া সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, জিগাতলা, শাহবাগ, প্রেসক্লাব, মৎস্য ভবন, চাঁনখারপুল, যাত্রাবাড়ি, ধানমন্ডিতে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
মন্তব্য করুন