জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক সহিংসতা, সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক সহিংসতা, সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।