কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পিকেএসএফ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাকির আহমেদ

পিকেএসএফ’র অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। ছবি : সংগৃহীত
পিকেএসএফ’র অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। ছবি : সংগৃহীত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে পিকেএসএফ ভবনে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন।

প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (যোগাযোগ ও প্রকাশনা) সুহাস শংকর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকেএসএফ’র নতুন চেয়ারম্যানকে স্বাগত জানানোর সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা, মো. মশিয়ার রহমান, ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ, মুহম্মদ হাসান খালেদ এবং ড. আকন্দ মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর জাকির আহমেদ খান পিকেএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি পিকেএসএফের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এর আগে গত ২৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জাকির আহমেদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৩ বছরের জন্য তিনি পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং বেলজিয়ামের ব্রাসেলসের ভ্রেইয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি হুবার্ট হামফ্রে ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যয়ন করেন।

তিনি ১৯৭০ সালে পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে যোগদানের পূর্বে অর্থনৈতিক গবেষণা ব্যুরোতে রিসার্চ অ্যাসোসিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন জাকির আহমেদ।

জাকির আহমেদ বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চাকরিকালে তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংস্থাপন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিভিন্ন ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।

এ ছাড়াও তিনি বাংলাদেশ সরকারের পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল রিফর্ম প্রোগ্রামে একজন সিনিয়র জাতীয় পরামর্শক হিসেবে এবং জাতিসংঘ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকাতে বহিঃনিরীক্ষক হিসেবে কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১০

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১১

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১২

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৩

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৪

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৫

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

১৬

দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে : টুকু

১৭

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ১৪ দিনের জেল হেফাজতে

১৮

বিয়ের আসরেই ১৫ লাখ টাকা খোয়ালেন বর

১৯

ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা

২০
X