ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের পর মোল্লা জালালকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মোল্লা জালালকে ওইদিনই আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চার দিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।
মন্তব্য করুন