জরুরি ভিত্তিতে স্যালাইন উৎপাদন ও সরবরাহের দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ আহ্বায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা রওশন আরা, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ সংগঠক অনুপ কুণ্ড ও সামিউল আলম যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
তারা বিবৃতিতে বলেন, এক শ্রেণির ওষুধ ব্যবসায়ী কর্তৃক ডেঙ্গু মহামারীর পরিস্থিতিতে ইঞ্জেক্টবল নরমাল স্যালাইন মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এক শ্রেণির ওষুধ ব্যবসায়ী কারসাজি করে চড়া দামে স্যালাইন বিক্রি করে জনগণের পকেট কেটে চলেছে। এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ডেঙ্গু বিস্তার প্রতিরোধে সিটি করপোরেশন ব্যর্থ হলেও এজন্য তাদের কোনো জবাবদিহি করতে হয়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর ভয়াবহ বিস্তার জেনেও স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেনি। এমনকি ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণ করেনি। আর এ সুযোগে ওষুধ ব্যবসায়ী, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক জনগণের পকেট কেটে চলেছে। অন্যদিকে সরকার এসব না দেখার ভান করে আছে।
মন্তব্য করুন