শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে থাকে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণেই কাজ করে থাকে। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অপরাধ দূর হবে ও সাম্য প্রতিষ্ঠিত হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দুই কোটি সম্মানিত নগরবাসীর নিরাপত্তায় আমরা দিন-রাত কাজ করছি। নগরবাসীকে যেন তাদের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিতে পারি সেজন্য আপনাদের আমাদের পাশে থাকতে হবে। সমাজে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আপনাদের ভূমিকা অনেক। কারণ আপনারা হলেন সমাজের দর্পণ। আপনারা প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে পারেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এ শহরের রাস্তা অনেক কম কিন্তু যানবাহন অনেক বেশি। এই সীমাবদ্ধতার মাঝেও যেন আমরা ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি ও মানুষ যেন ট্রাফিক আইন মেনে চলে সে লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করছে।

কমিশনার বলেন, জুলাই-আগস্টকে কেন্দ্র করে যে সব মামলা হয়েছে, সে মামলাগুলোতে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা জড়িত নয় তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টের ঘটনার মামলাগুলোতে শুধু হয়রানি করার জন্য নিরপরাধ ব্যক্তিদের যারা আসামি করেছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্র্যাবের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, জনগণের পুলিশ তৈরি করতে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ডিএমপির সঙ্গে ক্র্যাবের যেসব কর্মসূচি রয়েছে, সেগুলো অব্যাহত থাকবে।

সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদকের মতো অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতীতের মতো ক্র্যাব ঢাকা মেট্রোপলিটনের পুলিশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক ও পুলিশ উভয়েই অপরাধ নিয়ে কাজ করে থাকে। আমরা একে অপরের পরিপূরক। ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির পাশে থাকবে ক্র্যাবের সাংবাদিকরা।

সভায় ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা বক্তব্য দেন।

এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার

আড়াইহাজারে শহীদ নাহিদের পরিবারের পাশে নজরুল ইসলাম আজাদ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা

পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান

সকাল ৯টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

খুঁটিতে বেঁধে নির্যাতন, আ.লীগ নেতার মৃত্যু

কাপ্তাই হ্রদে পানির অভাব, বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

ছাগলের দৌড় দেখতে হাজারো মানুষের ভিড় 

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

সৌদিতে ফ্ল্যাটে মিলল দুই ভাইয়ের মরদেহ, পরিবারে শোকের ছায়া

১০

পাল্টাপাল্টি আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

১১

জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

১২

সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দাবিতে প্রচার, যা জানা গেছে

১৩

দেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের প্রেসক্রিপশনে পরিকল্পনা চলছে : জুলাই ঐক্য

১৪

ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনশন, হাসপাতালে দুই

১৫

সান্ডা থেকে গাধা : মানুষের তামাশায় প্রাণীরাও আজ নিরাপদ নয়!

১৬

সরকারকে নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে : সাইফুল হক

১৭

রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৮

চবিতে পর্দা উঠল জাতীয় ছায়া আইনসভার

১৯

মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবি নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল

২০
X