কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সুরভির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধানমন্ডিতে সুরভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা
ধানমন্ডিতে সুরভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা

সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান ‘সুরভী’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭৯ সালের পহেলা ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশুকে দিয়েছে সাক্ষরতা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন ডা. জোবাইদা রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্কাইপিতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সুরভির শিক্ষার্থী, অভিভাবক এবং সুরভির পরিচালকদের শুভেচ্ছা জানান।

১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারি সংস্থাটি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল বানু। যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। সৈয়দা ইকবাল বানু ১৯৪১ সালে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। শৈশবকাল থেকেই নিপীড়িত, অসহায় মানুষের সেবা করে চলেছেন। বাংলাদেশের আনাচে কানাচে ৬৮ হাজার গ্রামের গ্রামান্তরে, শহরের বহু হাসপাতালে, পথে প্রান্তরে ছড়িয়ে আছে তার সাহায্যের ছোঁয়া।

শিক্ষাজীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি এবং চারুকলা থেকে ফাইন আর্টে ডিগ্রি লাভ করেন। তার প্রয়াত স্বামী সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী।

ব্যক্তি জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু একজন চিত্রকর, লেখক। পিয়ানো বাদক। তার লেখা বইয়ের মধ্যে ‘ঝড়াপাতা, মনে পড়ে’ উল্লেখযোগ্য। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন। তাছাড়াও কাজী মাহাবুব উল্লাহ ট্রাস্ট স্বর্ণপদক, নিপা শিশু ফাউন্ডেশন স্বর্ণপদক, অতীশ দীপংকর পদক, চন্দ্রাবতী পদক, কমলকুড়ী পদক, সন্ধানী পদক, আঞ্জুমান মুফিদুল ইসলাম পদক, আজিজুর রহমান পাটোয়ারী পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি।

তার দুই কন্যা সন্তান বড় মেয়ে শাহিনা খান জামান এবং ছোট মেয়ে ডা. জুবাইদা রহমান। যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। দুই মেয়েই সুরভির সঙ্গে যুক্ত আছেন এবং মায়ের কাজে অনুপ্রাণিত।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ বিভিন্ন সুধীজন। সুরভির প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরও বেশি অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামিতকে বেঞ্চে রেখেই ক্যাবরেরার একাদশ

যে ৮ ধরনের মানুষের জন্য কফি খাওয়া বিপদজনক

নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ করল পুলিশ 

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা

আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

শান্তি রক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

১০

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

১১

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

১২

দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল

১৩

টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী : সিভিল সার্জন

১৪

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস

১৫

সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা

১৬

যে সমীকরণ মিললে তিন ম্যাচ হেরেও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

১৭

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

১৮

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

১৯

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

২০
X