মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কারখানার মালিককে দুঃসংবাদ দিলেন পরিবেশ উপদেষ্টা

পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

শিল্পে ভূগর্ভস্থ পানির পুনর্ব্যবহার উৎসাহিত করতে এবং রাসায়নিক ব্যবস্থাপনায় নীতিমালা করবে সরকার। যেসব কারখানা বেশি মাত্রায় পানি ব্যবহার করবে, তাদের ওপর কর আরোপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যেসব শিল্প-কারখানা উচ্চমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে, তাদের থেকে সরকার মাশুল আদায় করবে। পানির ব্যবহারে কমাতে নীতিমালায় উৎসাহিত করা হবে। শ্রমিকদের শোভন মজুরি, পরিবেশবান্ধব উৎপাদনপদ্ধতি নিশ্চিতে ক্রেদাদেরও দায়িত্ব নিতে হবে। ন্যায্য মূল্য দিতে হবে পোশাকের।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিদেশি বিনিয়োগে পুঁজি, মুনাফা পাঠনোর সুযোগ দিয়ে নীতিমালা সংস্কার করা হবে।

বাংলাদেশের পোশাক খাত বার্ষিক ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এসব পণ্য উৎপাদনে পানি, বিদ্যুৎ-জ্বালানি, রাসায়নিকের ব্যবহারে চাপ বাড়ে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বের এ প্রজন্মের ক্রেতারা টেকসই উৎপাদনব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। তাই দেশের পোশাক খাতেও উন্নত পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদারের বিকল্প নেই।

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশ বছরে ২০ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করে। এলডিসি পরবর্তী সময়ে বাজার ধরে রাখতে শিল্পোৎপাদনে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করা জরুরি। উন্নয়নমূলক পরিকল্পনায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

অর্থনৈতিক অঞ্চলগুলোর অব্যবহৃত জমি ১০ বা ১৫ বছর মেয়াদি সৌর বিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ হবে বলে জানান বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে আয়োজন করা হবে আন্তর্জাতিক সম্মেলন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিদেশি বিনিয়োগের মূলধন, মুনাফা ফেরত নেওয়ার প্রক্রিয়ায় জটিলতার আছে। এটা সহজ করতে নীতিমালা সংশোধন করবে সরকার। এছাড়া ১০০ টির পরিবর্তে কয়েকবছরের মধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নে জোর দেয়া হচ্ছে।’

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের ষষ্ঠ আয়োজনে বাংলাদেশের পোশাক খাত নিয়ে সেমিনার, মতবিনিময় ছাড়াও সরাসরি কারখানা পরিদর্শন করবেন সফররত বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১০

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১১

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১২

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৩

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৪

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৫

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৮

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১৯

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

২০
X