কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
পূজা পরিষদের প্রতিনিধি সভা

প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে

বক্তব্য রাখছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাড. সুব্রত চৌধুরী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাড. সুব্রত চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, ৫ আগস্ট পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। এজন্য তারা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধনের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জে এল ভৌমিক, সভাপতি বাসুদেব ধর, সহ-সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল ও গোপাল দেবনাথ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

ঢাকা বিভাগের ১৪টি জেলা ও মহানগর কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলার নেতারা সভায় যোগ দেন। নিজেদের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তারা বলেন, এক গভীর হতাশা ও ক্ষোভ হিন্দু সম্প্রদায়কে গ্রাস করেছিল। হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা ছিল, দীর্ঘ ৫৩ বছর ধরে চলা সাম্প্রদায়িক হামলা, বৈষম্য ও নির্যাতন-নিপীড়নের অবসান হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বিচারহীনতার সংস্কৃতি নির্মূল হবে। কিন্তু তা হয়নি, বরং আরও গভীর অন্ধকার গ্রাস করে হিন্দু সম্প্রদায়কে। এই অবস্থায় মুক্তিযুদ্ধের রক্তবীজ থেকে গড়ে ওঠা দেশপ্রেমিক সেনাবাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হিন্দু সম্প্রদায় উঠে দাঁড়ায়।

পূজা পরিষদের তৃণমূলের প্রতিনিধিরা আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের পর হিন্দু সম্প্রদায় মনে করেছিল, মুক্তিযুদ্ধের ভুলূণ্ঠিত চেতনা প্রতিষ্ঠিত হবে। বৈষম্য-বিভেদের অবসান ঘটবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ফিরে পাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এক পরিবার গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় এক গভীর নৈরাজ্যের শিকার হয়। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের ওপর হামলা শুরু হয়। বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। কোথাও কোথাও হত্যার ঘটনা ঘটে। চাঁদাবাজি, অপহরণ এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় সেনাবাহিনী সক্রিয় ভূমিকা নিয়ে পাশে এসে দাঁড়ায়, অপশক্তির তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন আশা সঞ্চারিত হয়েছে। সেনাবাহিনীর উজ্জ্বল ভূমিকার জন্য সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিবাদন জানানো হয়।

দেশের হিন্দু সম্প্রদায়েরর সাম্প্রতিক পরিস্থিতি ও নানাবিধ সংকটের কথা তুলে আনতে এর আগে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিনিধি সভা করেছে পূজা উদযাপন পরিষদ। এসব সভায় যোগ দিয়ে তৃণমূলের প্রতিনিধিরা জানিয়েছেন নিজেদের দুর্দশা আশঙ্কা ও আকাঙ্ক্ষার কথা। গতকাল ঢাকায় ছিল বিভাগীয় পর্যায়ের শেষ প্রতিনিধিধ সভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১০

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১২

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৩

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

শীতেও স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে যা খাবেন

১৬

বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

১৭

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী আটক

১৮

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা

১৯

আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

২০
X