কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গোপন বন্দিশালায় মানসিক ভারসাম্য হারানো তরুণের সন্ধান মিলেছে

নাবিলা ইদ্রিস। ছবি : সংগৃহীত
নাবিলা ইদ্রিস। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গোপন বন্দিশালায় নির্যাতনের কারণে মানসিক ভারসাম্য হারানো তরুণের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ চেষ্টার পর এ তরুণের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তরুণকে খুঁজে পাওয়ার বিস্তারিত লিখেছেন তিনি।

পোস্টে নাবিলা ইদ্রিস লেখেন, প্রতিদিন মনে হয় যেন অথৈ সাগরে সাঁতরাচ্ছি- এত কেস, এত বাহিনী, এত মানুষ, অথচ সময় এত কম! তার ওপর কত আলামত যে হারিয়ে গেছে। ১৩-১৪ বছর দূরের কথা, ৭-৮ বছরের পুরোনো কল ডেটাই মেলে না। তবু, কেমন কেমন করে যেন কেস ব্রেক হয়, আর আমরা সফলও হই! আমার সবচেয়ে প্রিয় সাফল্যের গল্পটা একেবারে সাম্প্রতিক।

জীবিত ভিক্টিমদের জবানবন্দিতে প্রায়ই একটা ১৫-১৬ বছরের ছেলের কথা আসত- গোপন বন্দিশালায় টর্চারের চোটে মানসিক ভারসাম্য হারিয়ে অনেক কান্নাকাটি করত ছেলেটা। কান্নাকাটি থামাতে তাকে আরও বেশি মারা হত। বেশ কিছু বন্দির কাছ থেকে একই বিবরণ বারবার শোনার পর আমরা ছেলেটাকে খুঁজতে শুরু করি। একটা বাচ্চা ছেলে নির্যাতনে পাগল হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত- কিন্তু সে এখন কোথায়, আদৌও বেঁচে আছে কিনা, ফ্যামিলি জানে কিনা, কিছুই জানি না। এটা মেনে নেওয়া কঠিন ছিল।

প্রথম মাসখানেক কোনো অগ্রগতি হয়নি। হঠাৎ এক বন্দি জানালো গুম সেল থেকে বের হওয়ার কয়েক মাস পর সে ছেলেটাকে এক জেলের ‘পাগলা সেলে’ দেখেছে। কিছু আইডেন্টিফায়াবেল বৈশিষ্ট্যও বর্ণনা করল। অবশেষে একটা লোকেশন এবং টাইমলাইন তো পেলাম। তাই নবউদ্যমে আমরা ‘পাগলা সেল’-এর রেজিস্ট্রি জোগাড় করলাম। কিন্তু সে তো বিরাট তালিকা! এদিকে ছেলেটার নাম জানা নেই, তাই কিছুই মেলানো পসিবল না। ইট ওয়াজ আ ডেড এন্ড।

দিন যায়, আমরাও খুঁজি। এক বন্দি জানালো সে এক সময় ছেলেটার নাম জানত, কিন্তু এখন ভুলে গেছে। আমরা বললাম, মনে পড়লে জানাবেন। কদিন পর ফোন করে ঠিকই জানালো! কিন্তু সেই নাম 'পাগলা সেল' রেজিস্ট্রিতে নেই- হয়তো ডাকনাম আর অফিসিয়াল নাম আলাদা? আবারও ডেড এন্ড।

তারপর আরেক বন্দি বললেন, একবার তিনি আর ছেলেটা জেল থেকে একই দিনে কোর্টে গিয়েছিলেন। ডেটটা মনে নাই বিধায় কয়েক বছর আগের দুইটা সম্ভাব্য তারিখ দিলেন। সেদিন তিনি ছেলেটার সঙ্গে লাঞ্চ শেয়ার করেছিলেন, কারণ ওর জন্য কেউ খাবার আনেনি। এই ছোট্ট তথ্য আমাদের সংকল্প আরও দৃঢ় করল। কোর্ট হাজিরার তারিখ নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত হল যদিও তখনও আমরা শিউর না ছেলেটার আসল নাম কী। যে কলিগ এই অসম্ভব দায়িত্বটা পেলেন তিনি বললেন, ‘খরের গাদায় সুঁই খুঁজব, কিন্তু খুঁজতে হবে!’

এদিকে রমজান শুরু হলে আমি লিটারেলি দোয়া করলাম কেসটা নিয়ে! একদিন কেন জানি এক বন্দিকে ছেলেটার কথা বললাম- কেন বললাম, নিজেও জানি না। সে একই বন্দিশালায় ছিল না। তবে কারেক্ট টাইমলাইনে একই জেলে ছিল, তাই চান্সটা নিলাম। আর আশ্চর্যজনকভাবে সে ছেলেটাকে চিনলও! এমনকি নামও নিশ্চিত করল।

তারপর হেসে বলল, ‘আমি একবার দূরে সাইকেল ভ্রমণে গিয়েছিলাম...।’ আমি চুপচাপ শুনছি- সাইকেলের গল্প শুনতে বসিনি! ‘হঠাৎ টায়ার পাংচার হলে মেরামতের দোকানে গিয়ে দেখি সেই ছেলে!’ কবে??? ‘গত বছর! ও তখনও মানসিক ভারসাম্যহীন। ওর বাবা সাইকেলের দোকানে কাজ করে, ও সেখানেই থাকে।’ ইউরেকা!

টু কাট আ লং স্টোরি শর্ট- ভদ্রলোক ফিরে গিয়ে ছেলেটাকে খুঁজে বের করে আমাদের কাছে আনলেন। আমরা আইডেন্টিটি কনফার্ম করলাম। এটাই সেই ছেলে, যার কান্নার শব্দ এত বন্দির মনে দাগ কেটেছিল। আমি একেবারেই আবেগপ্রবণ নই। কিন্তু যখন ছেলেটা আর তার বাবার সঙ্গে বসে কথা বলছিলাম, চোখের কোণ ভিজে উঠেছিল।

ক্লাস এইট থেকে সবে নাইনে উঠেছিল, নতুন বই হাতে পাওয়ার আগেই দুই বছর গুম, দুই বছর বিনা অপরাধে জেলে, মানসিক ভারসাম্যহীনতা- এই গল্প আরেক দিন। আজ শুধু সেলিব্রেট করতে চাই, কত মানুষ একসঙ্গে চেষ্টা করলে কেমন অবিশ্বাস্যভাবে একটা রহস্যের সমাধান করা যায়, আলহামদুলিল্লাহ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলা পরিচালনা নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে আলোচনা এখনই নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হঠাৎ ভালুকের মুখোমুখি দুই বন্ধু, অতঃপর...

খালেদা জিয়া ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে চিরস্মরণীয় থাকবেন : চসিক মেয়র

কালবেলায় একাধিক পদে চাকরির সুযোগ 

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব ও সম্পাদক মোজাম্মেল হক

ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরলেন ম্যাজিস্ট্রেট

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

১০

সরকারি চাকরি ছেড়ে আসা খাইরুলের মনোনয়নপত্র বাতিল

১১

ডেঙ্গু ও চিকনগুনিয়ায় ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরের ৭ হটস্পট

১২

মাদুরোকে রাখা কুখ্যাত কারাগার নিয়ে অজানা তথ্য

১৩

জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিতকে কেন্দ্র করে বিক্ষোভ-উত্তেজনা

১৪

হাড়কাঁপানো শীতেও বর্ষার ডেঙ্গু-চিকুনগুনিয়া ছড়াচ্ছে আতঙ্ক

১৫

মদ, সমুদ্র আর ভুল প্রস্তুতি: যেভাবে অ্যাশেজ হারাল ইংল্যান্ড

১৬

ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ ইসির

১৮

প্রিয়াঙ্কার সঙ্গে ‘পরকীয়া’র গুঞ্জন নিয়ে যা বলেছিলেন শাহরুখ 

১৯

দেশে স্বাভাবিক সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে : এ্যানি

২০
X