কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মার্কেট এলাকাগুলোতে যানচলাচল নিয়ন্ত্রণে দুপুরে ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায়/সড়কে যানবাহনের চাপ বেশি হলে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে নিম্নরূপ ডাইভারসন দেওয়া হবে-

১. সোনারগাঁও ক্রসিং হতে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুর গামী যানবাহনসমূহকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারসন দেওয়া হবে।

২. পান্থপথ গ্রীন রোড ক্রসিং হতে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনসমূহকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারসন দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

৪. নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে।

আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত উপরোক্ত ডাইভারসন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন সমূহকে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং হতে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের উক্ত লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমতাবস্থায় পান্থপথ এবং মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন সমূহকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারসন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই সনদের খসড়ায় যা আছে

১০

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১১

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১২

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৩

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৪

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৫

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৬

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৭

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১৮

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

১৯

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু

২০
X