ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অনির্দিষ্টকালের ছুটিতে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিনি ১১ মে থেকে ছুটিতে রয়েছেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
হাইকমিশনারের এই হঠাৎ ছুটি ও ঢাকা ত্যাগকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা শুরু হয়েছে। তবে তার ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দ আহমেদ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণত, হাইকমিশনার অনুপস্থিত থাকলে উপ-হাইকমিশনারই সেই দায়িত্ব সাময়িকভাবে গ্রহণ করে থাকেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করেন।
মন্তব্য করুন