কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের চিত্র। ছবি : সংগৃহীত
প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের চিত্র। ছবি : সংগৃহীত

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ তাদের চলমান আলোচনা ও আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকায় একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এই পরিষদ। একই সঙ্গে, মহাসমাবেশ সফল করতে জুলাই ও আগস্ট মাসজুড়ে দেশব্যাপী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এলেও এমন কর্মসূচির ঘোষণা দিল সংগঠনটি।

বুধবার (২৫ জুন) ‘সংগঠন ঐক্য পরিষদ’ সভাপতি শামসুদ্দিন মাসুদ এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে দফায় দফায় বৈঠক সত্ত্বেও, দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দাবি ও বর্তমান অবস্থা * প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি : ঐক্য পরিষদ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করলেও, এটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ হওয়ায় প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক। সরকার এক্ষেত্রে ৮০% পদোন্নতি দিতে সম্মতি জানিয়েছে, যা বর্তমানে ভেটিং শাখায় রয়েছে। আশা করা হচ্ছে, ভেটিং প্রক্রিয়া শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে। দীর্ঘদিনের পদোন্নতি বন্ধ থাকার কারণ যে মামলা, সেটির সমাধান আগামী ২ জুলাই, ২০২৫ তারিখে হবে বলে আশা করা হচ্ছে, যা সারা দেশে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া চালু করতে সহায়তা করবে।

* ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তি : এই জটিলতা নিরসনের প্রস্তাব বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে এবং দ্রুত এর সমাধান আসবে বলে জানা গেছে।

* ১১তম গ্রেড বাস্তবায়ন : ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক চলছে। এটি সরকারের সিদ্ধান্তের ওপরও নির্ভরশীল হওয়ায়, ঐক্য পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা করছে।

আলোচনা ও আন্দোলন একই সঙ্গে চলবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের দাবি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক বলে মনে করে ঐক্য পরিষদ। জাতীয় বাজেট নিয়ে ব্যস্ততার কারণে অর্থ মন্ত্রণালয়ের সাথে নির্ধারিত বৈঠক পিছিয়ে গেলেও, আগামী মাসে (জুলাই) সচিব ও মহাপরিচালক দেশে ফিরলে দুই মন্ত্রণালয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে, ঐক্য পরিষদ মনে করে, শুধু আলোচনার মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়। তাদের মতে, "আন্দোলন সংগ্রাম ছাড়া প্রাথমিকে কোনো দাবি কোনো দিন বাস্তবায়ন হয়নি।" এই বিশ্বাস থেকেই তারা আলোচনা ও কর্মসূচি একই সঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই বিপ্লবকে সম্মান জানিয়ে আগস্টে কর্মসূচি

‘জুলাই বিপ্লব’ এর প্রতি সম্মান জানিয়ে জুলাই মাসের কর্মসূচি স্থগিত করে আগস্ট মাসে দেওয়া হয়েছে। ৩০ আগস্ট, ২০২৫ তারিখের ঢাকাস্থ মহাসমাবেশকে সফল করতে নিম্নলিখিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে:

* ১২ জুলাই, ২০২৫: চট্টগ্রাম বিভাগ

* ১৯ জুলাই, ২০২৫: সিলেট বিভাগ

* ২৬ জুলাই, ২০২৫: খুলনা বিভাগ

* ২ আগস্ট, ২০২৫: রাজশাহী ও রংপুর বিভাগ * ৯ আগস্ট, ২০২৫: বরিশাল বিভাগ

ঐক্য পরিষদ দেশের সব প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা এবং অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহকারী শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।

যদি ৩০ আগস্টের মহাসমাবেশের আগে দাবি বাস্তবায়িত না হয়, তাহলে ঐ মহাসমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণার মানসিকতা নিয়ে যোগ দিতে হবে বলেও ঐক্য পরিষদ জানিয়েছে।

‘We shall overcome’ স্লোগান নিয়ে ঐক্য পরিষদ সহকারী শিক্ষকদের অধিকার আদায়ে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১০

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১১

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১২

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

১৩

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

১৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১৫

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৬

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

১৭

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

১৮

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

২০
X