শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের চিত্র। ছবি : সংগৃহীত
প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের চিত্র। ছবি : সংগৃহীত

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ তাদের চলমান আলোচনা ও আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকায় একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এই পরিষদ। একই সঙ্গে, মহাসমাবেশ সফল করতে জুলাই ও আগস্ট মাসজুড়ে দেশব্যাপী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এলেও এমন কর্মসূচির ঘোষণা দিল সংগঠনটি।

বুধবার (২৫ জুন) ‘সংগঠন ঐক্য পরিষদ’ সভাপতি শামসুদ্দিন মাসুদ এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে দফায় দফায় বৈঠক সত্ত্বেও, দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দাবি ও বর্তমান অবস্থা * প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি : ঐক্য পরিষদ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করলেও, এটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ হওয়ায় প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক। সরকার এক্ষেত্রে ৮০% পদোন্নতি দিতে সম্মতি জানিয়েছে, যা বর্তমানে ভেটিং শাখায় রয়েছে। আশা করা হচ্ছে, ভেটিং প্রক্রিয়া শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে। দীর্ঘদিনের পদোন্নতি বন্ধ থাকার কারণ যে মামলা, সেটির সমাধান আগামী ২ জুলাই, ২০২৫ তারিখে হবে বলে আশা করা হচ্ছে, যা সারা দেশে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া চালু করতে সহায়তা করবে।

* ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তি : এই জটিলতা নিরসনের প্রস্তাব বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে এবং দ্রুত এর সমাধান আসবে বলে জানা গেছে।

* ১১তম গ্রেড বাস্তবায়ন : ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক চলছে। এটি সরকারের সিদ্ধান্তের ওপরও নির্ভরশীল হওয়ায়, ঐক্য পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা করছে।

আলোচনা ও আন্দোলন একই সঙ্গে চলবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের দাবি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক বলে মনে করে ঐক্য পরিষদ। জাতীয় বাজেট নিয়ে ব্যস্ততার কারণে অর্থ মন্ত্রণালয়ের সাথে নির্ধারিত বৈঠক পিছিয়ে গেলেও, আগামী মাসে (জুলাই) সচিব ও মহাপরিচালক দেশে ফিরলে দুই মন্ত্রণালয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে, ঐক্য পরিষদ মনে করে, শুধু আলোচনার মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়। তাদের মতে, "আন্দোলন সংগ্রাম ছাড়া প্রাথমিকে কোনো দাবি কোনো দিন বাস্তবায়ন হয়নি।" এই বিশ্বাস থেকেই তারা আলোচনা ও কর্মসূচি একই সঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই বিপ্লবকে সম্মান জানিয়ে আগস্টে কর্মসূচি

‘জুলাই বিপ্লব’ এর প্রতি সম্মান জানিয়ে জুলাই মাসের কর্মসূচি স্থগিত করে আগস্ট মাসে দেওয়া হয়েছে। ৩০ আগস্ট, ২০২৫ তারিখের ঢাকাস্থ মহাসমাবেশকে সফল করতে নিম্নলিখিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে:

* ১২ জুলাই, ২০২৫: চট্টগ্রাম বিভাগ

* ১৯ জুলাই, ২০২৫: সিলেট বিভাগ

* ২৬ জুলাই, ২০২৫: খুলনা বিভাগ

* ২ আগস্ট, ২০২৫: রাজশাহী ও রংপুর বিভাগ * ৯ আগস্ট, ২০২৫: বরিশাল বিভাগ

ঐক্য পরিষদ দেশের সব প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা এবং অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহকারী শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।

যদি ৩০ আগস্টের মহাসমাবেশের আগে দাবি বাস্তবায়িত না হয়, তাহলে ঐ মহাসমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণার মানসিকতা নিয়ে যোগ দিতে হবে বলেও ঐক্য পরিষদ জানিয়েছে।

‘We shall overcome’ স্লোগান নিয়ে ঐক্য পরিষদ সহকারী শিক্ষকদের অধিকার আদায়ে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১০

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১১

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১২

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৩

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৫

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৭

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

১৮

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১৯

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

২০
X