বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ জুলাই (সোমবার)। বুধবার (২৫ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১০৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

বিপিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় ৮, ৯, ১৩ এবং ১৫ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো প্রকার তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্ধারিত বিপিএসসি ফরম - ১ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষার দিনে বোর্ডে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ফরম ও কাগজপত্র না থাকলে কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

যেসব কাগজপত্র লাগবে

মৌখিক পরীক্ষায় ফরম-১-এর সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত দুটি কপি এবং মূল সনদপত্র প্রদর্শনের জন্য আনতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—তিন মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি, এসএসসি থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত সনদের ফটোকপি, বয়স প্রমাণে এসএসসি বা সমমানের সনদ, ৪ বছর মেয়াদি ডিগ্রি না থাকলে বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র, বিদেশি ডিগ্রি থাকলে ইকুইভ্যালেন্স সনদ, পেশাগত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের পরিচয়প্রমাণ (যদি প্রযোজ্য), চাকরিতে থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র, এবং পুলিশ ভেরিফিকেশন ফরম (তিন কপি)। ওজন, উচ্চতা ও বুকের মাপ উল্লেখসহ রেজিস্ট্রার্ড চিকিৎসকের সনদও জমা দিতে হবে।

এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য অনলাইনে বিপিএসসি ফরম - ৩ পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক। ফরমটি Teletalk-এর bpsc.teletalk.com.bd অথবা বিপিএসসির www.bpsc.gov.bd ওয়েবসাইটে গিয়ে পূরণ করে দুই কপি প্রিন্ট আউট মৌখিক বোর্ডে জমা দিতে হবে। কমিশনের পক্ষ থেকে এসএমএস ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

বিপিএসসি আরও জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কাউকে ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের নিজ উদ্যোগে কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নিতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বোর্ডে উপস্থিত হতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ থাকবে না।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X