প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮/০১৩৩৯-০৫৪০০৮)/হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও বলা হয়, কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরনের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এসব প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক করা হলো।
মন্তব্য করুন