রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ নামে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনি এবং মঈন নামে ২ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
নিহত সোহাগ ওই এলাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ী। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ভাঙ্গারি ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন