বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ‘পুলিশ বাহিনী গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্য ধরে সামলাচ্ছে। উচ্ছৃঙ্খলতা যা হয়েছে, সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা করছি।’
পরিস্থিতি সামলাতে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য দেন আইজিপি বাহারুল আলম।
তিনি বলেন, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা এখন রিইনফোর্সড (আরও পুলিশ সদস্য পাঠানো) শুরু করেছি। আমরা লেথাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমাদের একটু সময় লাগছে।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে বুধবার দুপুর থেকে গোপালগঞ্জে উত্তেজনা চলছে। সন্ধ্যা পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মধ্যে যদিও সেনা-পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে বের করে আনা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ নেতৃস্থানীয় নেতারা নিরাপদে রয়েছেন।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন