বিমানটি যখন আমাদের বিল্ডিংয়ের ওপর পড়ে তখন আমরা একপাশ দিয়ে নামা শুরু করি। সিঁড়ি দিয়ে যে যেভাবে পেরেছে সে সেভাবে নামে। একটু পরই স্কুল ছুটি হতো, ওই ভবনে সবাই ছিল।
সোমবার (২১ জুলাই) কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলে দুর্ঘটনার সময় স্কুলে থাকা শিক্ষার্থী আদিভ।
তিনি বলেন, ১, ৪, ৫ ও ৭ নম্বর বিল্ডিং নবম শ্রেণি থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত। তারা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন। আমি ১ নম্বর ভবনে ছিলাম। বিমানটি পড়েছে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে ভবনে ক্লাস হয় সেখানে।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান।
মন্তব্য করুন